বিসিবির কোচ হিসেবে যুক্ত হলেন মোহাম্মদ নাজিমউদ্দিন

জাতীয় দলের হয়ে একসময় টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন মোহাম্মদ নাজিমউদ্দিন। সবশেষ ২০১২ সালে জাতীয় দলের জার্সিতে দেখা গেছে তাকে। এরপর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও সাম্প্রতিক বছরগুলোতে মনোনিবেশ করেছেন কোচিংয়ে। এবার তার সেই কোচিং ক্যারিয়ার পেয়েছে নতুন স্বীকৃতি— বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিসিবি থেকে চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক দলের কোচ হিসেবে নিয়োগপত্র পেয়েছেন নাজিমউদ্দিন। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, হ্যাঁ, কোচ হিসেবে জয়েন করেছি চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক দলের। কন্ডিশনিং ক্যাম্প বা অন্য কোনো কার্যক্রমে আমি যুক্ত থাকব। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার অর্ধেক দায়িত্বে আমি এবং বাকি অর্ধেক মুমিন ভাই থাকবেন।
তিনি আরও জানান, অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ দলের খেলোয়াড় বাছাই এবং তাদের প্রশিক্ষণের দায়িত্ব থাকছে তার অধীনে থাকা জেলাগুলোর জন্য। নোবেল ভাইয়ের জায়গায় আমি জয়েন করেছি। আমার কাজ থাকবে রুট লেভেলের খেলোয়াড়দের নিয়ে, বিশেষ করে তাদের বেসিকটা যেন মজবুত হয় সেটাই লক্ষ্য।
বিসিবির কোচ হওয়ার অনুভূতি জানিয়ে সাবেক এই ব্যাটার বলেন, বিসিবিতে কাজ করার লক্ষ্য তো প্রত্যেক কোচেরই থাকে, আমারও ছিল। এখন সেই সুযোগ এসেছে। আমি সাবেক ক্রিকেটার, এখন কোচিংয়ে যুক্ত হয়েছি। চেষ্টা করব নিজের অভিজ্ঞতা দিয়ে তরুণদের গড়ে তোলার।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে তিনি দেখছেন সততা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচন:
যারা যোগ্য, তাদের যেন সুযোগ পাই— এটা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। নিজের সততা ধরে রাখা, এটাই সবচেয়ে বড় কাজ।
প্রসঙ্গত, জাতীয় দলের হয়ে নাজিমউদ্দিন ৭টি টেস্ট, ১১টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন। এখন নতুন ভূমিকা থেকে দেশের ক্রিকেটে অবদান রাখতে চান তিনি।