ফাঁস হয়ে গেল ২০২৬ বিশ্বকাপের আর্জেন্টিনার জার্সি

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরুর বাকি এখনও এক বছরেরও বেশি। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাব্য নতুন হোম জার্সির ছবি ইতোমধ্যেই ফাঁস হয়ে গেছে। ফুটবল কিট বিষয়ক বিশ্বখ্যাত ওয়েবসাইট ফুটি হেডলাইনস সম্প্রতি এই জার্সির ছবি প্রকাশ করেছে।
জার্সির ডিজাইনে ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব সমন্বয় চোখে পড়ে। ২০২২ সালের জার্সির আদলেই তৈরি এই নতুন জার্সিতে অ্যাডিডাস ধরে রেখেছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী সাদা-আকাশি নীল লম্বা স্ট্রাইপ। তবে এবার স্ট্রাইপগুলোতে রয়েছে গ্রেডিয়েন্ট শেডিং, অর্থাৎ প্রতিটি নীল স্ট্রাইপে হালকা থেকে গাঢ় নীলের রঙের ফেড ব্যবহার করা হয়েছে, যা জার্সিতে এনেছে নতুনত্ব ও নান্দনিকতা।
জার্সির কাঁধের ওপর রয়েছে অ্যাডিডাসের তিনটি স্ট্রাইপ, এবং হাতার প্রান্তে ব্যবহার করা হয়েছে গাঢ় নীল রঙ। ২০২২ সালের জার্সিতেও এই ধাঁচ ছিল, তবে এবার কালোর সঙ্গে নীলের সংমিশ্রণ জার্সিকে আরও আধুনিক ও চমকপ্রদ করে তুলেছে।
জার্সির নকশায় স্পষ্টভাবে ফুটে উঠেছে আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাস। ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের বিশ্বকাপজয়ী জার্সিগুলো থেকেই অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে এই নতুন সংস্করণটি। ঐতিহাসিক কিটগুলোর উপাদান ও স্টাইল ধরে রেখে আধুনিক ডিজাইন সংযোজনের মধ্য দিয়ে ফুটবল ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছে অ্যাডিডাস।
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি উন্মোচিত হয়েছিল মূল আসরের পাঁচ মাস আগে, জুনে। তবে ধারণা করা হচ্ছে, এবারের জার্সি আরও আগে, অর্থাৎ ২০২৫ সালের অক্টোবরের শেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। নভেম্বরের শুরুতেই বাজারে চলে আসতে পারে এই আকর্ষণীয় কিট।
গ্রেডিয়েন্ট স্ট্রাইপের আগের ইতিহাস
গ্রেডিয়েন্ট স্ট্রাইপ অবশ্য আর্জেন্টিনার জার্সিতে নতুন নয়। ২০১৪ বিশ্বকাপের জার্সিতে ওপরে গাঢ় আকাশি ও নিচে হালকা ছায়ায় ধীরে ধীরে রঙ বদলানোর প্রক্রিয়া ছিল। ২০১৮ সালেও জার্সির স্ট্রাইপে এমন নকশা দেখা গিয়েছিল, যদিও তা সীমিত ছিল।