"নির্বাচন নিয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান চায় বিএনপি"

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এবং দ্রুত সময়ের মধ্যেই এ সনদ স্বাক্ষর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হাটহাজারী মাদ্রাসার প্রধান শেখ আহমেদ ও মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বিএনপি নেতারা।
সালাহউদ্দিন আহমদ বলেন, “ঐকমত্য কমিশনের ৮২৬টি প্রস্তাবের মধ্যে মাত্র ৫১টি প্রস্তাব বাদে বাকি সব বিষয়ে বিএনপির কোনো দ্বিমত নেই। জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় সকল প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।”
এ সময় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “আমরা বিশ্বাস করি, আগামী ফেব্রুয়ারির মধ্যে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনে কোনো বাঁধা নেই। সরকারকে দ্রুত এ বিষয়ে একটি সুস্পষ্ট ও ইতিবাচক অবস্থান নিতে হবে।”
পরিদর্শনের সময় বিএনপি নেতারা হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন।
পটভূমি: জুলাই সনদ কী?
জুলাই সনদ বিষয়ে এখনো বিস্তারিত সরকারিভাবে প্রকাশ না হলেও এটি রাজনৈতিক সংস্কার, অংশগ্রহণমূলক নির্বাচন এবং রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত একটি খসড়া দলিল—এমনটিই ধারণা বিশ্লেষকদের।
বিএনপি দাবি করে আসছে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি, নির্বাচন কমিশন পুনর্গঠন ও রাজনৈতিক দমন-পীড়ন বন্ধের বিষয়টি সনদের মূল অংশ।