জাহিদুল ইসলাম সুমনের কবিতা "স্বপ্নের মৃত্যু"

কেন এমন হয়?
নিয়তির কাছে বারেবারে ঘটে
জীবনের পরাজয়।
কেন এমন হয়?
শত জনমের স্বপ্ন তব ভেঙে হয়ে যায় খানখান
একটি মহুর্তে!
একটি পলকে!
কেন এমন হয়?
সুখের লাগি দ্বারেদ্বারে
ঘুরে ফিরে বারেবারে
শূন্য হাতে ফিরিতে হয়!
কেন এমন হয়?
কেন এমন হয়?
দিনের পর দিন
মাসের পর মাস
বছরের পর বছর
যুগের পর যুগ
জনমের পর জনম ধরে আজন্ম লালিত স্বপ্নীল স্বপ্নগুলো
একটি মহুর্তেই খড়কুটোর মতো উড়ে যায়!
শুকনো পাতার মতোই দুমড়েমুচড়ে দেয়!
দাবানলের মতো পুড়ে সব ছাড়কার করে দেয়!
এক নিমিষেই সব তছনছ করে দেয়!
একটি পলকেই সব ধূলিসাৎ করে দেয়!
ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন, টর্নেডো যেমন সব লন্ডভন্ড করে দেয়!
তার চেয়েও বেশি!
তার চেয়েও বেশি!
কেন? কেন? কেন?
কেন এমন হয়?
কেন এমন হয়?
কোন অপরাধে?
কোন অভিশাপে?
নিয়তিও বুঝে না
না পাওয়ার বেদনা।
রিক্ত হৃদয়ের দংশনে
বদ্ধ সময়ের ফাংশনে
জীবন আজ পাগলপ্রায়।
হায় নিয়তি হায়!
কেন এমন হয়?
বারেবারে কেন ব্যথিত হৃদয়ে
আমাকেই পুড়িতে হয়?
কেন এমন হয়?
নিয়তির কাছে বারেবারে ঘটে
জীবনের পরাজয়।
জাহিদুল ইসলাম সুমন