ঘটনাস্থলে আসিফ নজরুল, উত্তাল শিক্ষার্থীদের তোপের মুখে আইন উপদেষ্টা

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সরকারবিরোধী সমালোচক হিসেবে পরিচিত আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে সেখানে উপস্থিত শিক্ষার্থীরা তার ওপর ক্ষোভ প্রকাশ করেন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে তিনি কলেজ ক্যাম্পাসে যান। দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে যাওয়ার কথা থাকলেও, সেখানে উপস্থিত শিক্ষার্থীরা তাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন।
‘আপনারা এখন আসছেন কেন’, ‘আপনারা কিছু করলেন না’, ‘কতজন মরেছে জানেন?’— এমন নানা প্রশ্নে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো সঠিক তথ্য জানাচ্ছেন না, প্রকৃত মৃত্যুর সংখ্যা আড়াল করা হচ্ছে।
ঘটনার একপর্যায়ে উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে কলেজের নিরাপত্তাকর্মীরা ও কয়েকজন শিক্ষক তাকে ভবনের ভেতরে নিয়ে যান। কিছুক্ষণ পর তিনি সেখান থেকে বের হয়ে যান।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে আগুন ধরে যায় এবং এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী।
এই দুর্ঘটনার পর থেকেই শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছেন প্রকৃত মৃত্যুর সংখ্যা প্রকাশ, দায়ীদের বিচারের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার। মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।