ভারতে আবারও নিষিদ্ধ পাকিস্তানি তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট

‘পেহেলগামকাণ্ড’-এর পর ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি কনটেন্টের ওপর নজরদারি ও বিধিনিষেধ আরও কড়া হচ্ছে। সর্বশেষ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকে পাকিস্তানের একাধিক তারকা ক্রিকেটার ও অভিনেতার ইনস্টাগ্রাম ও টুইটার (বর্তমানে এক্স) অ্যাকাউন্ট ভারতে বন্ধ হয়ে গেছে।
জনপ্রিয় ক্রিকেটার শহীদ আফ্রিদি, অভিনেত্রী মাওরা হোকানে, ইয়ুমনা জাইদি, হানিয়া আমির ও অভিনেতা ফাওয়াদ খানের মতো তারকাদের অ্যাকাউন্ট ভারতীয় ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন না। অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করলে দেখা যাচ্ছে, “এই অ্যাকাউন্টটি ভারতে পাওয়া যাচ্ছে না। একটি আইনি অনুরোধের কারণে এটি সীমিত করা হয়েছে।”
এর আগে ১ জুলাই (মঙ্গলবার) সাময়িকভাবে এসব অ্যাকাউন্ট ভারতে খুলে দেওয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার সকালে সেগুলো আবারও ব্লক করে দেয় ভারত সরকার।
ভারতীয় সরকারের ভাষ্য, পাকিস্তানি কনটেন্টের মধ্যে অনেক ক্ষেত্রে ভারতের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকির উপাদান থাকে। এসব বিবেচনায় ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে গত মে মাসে ভারত সরকার ওটিটি প্ল্যাটফর্ম, মিডিয়া স্ট্রিমিং সার্ভিস এবং ডিজিটাল ইন্টারমিডিয়ারিদের পাকিস্তান থেকে তৈরি ওয়েব সিরিজ, গান, সিনেমা, পডকাস্টসহ সব ধরনের ডিজিটাল কনটেন্ট বন্ধের নির্দেশ দেয়। ফলে পাকিস্তানের জনপ্রিয় ইউটিউব চ্যানেলসহ বহু কনটেন্ট ভারতে দেখা যাওয়া বন্ধ হয়ে যায়।
তবে জুনের শেষে হঠাৎ করেই হুম টিভি, এআরওয়াই ডিজিটাল ও হার পাল জিওর মতো কিছু পাকিস্তানি বিনোদন চ্যানেল ও আফ্রিদি ও শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ভারতে পুনরায় চালু হয়।
এই প্রেক্ষাপটে বুধবার (২ জুলাই) অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে এক জরুরি আবেদন জানায়। তারা পাকিস্তানি শিল্পী, ইনফ্লুয়েন্সার ও মিডিয়া চ্যানেলগুলোর সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিনোদন কনটেন্ট ভারতে সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি তোলে। এর কিছুক্ষণের মধ্যেই ফের ব্লক করা হয় পাকিস্তানি তারকাদের অনেক অ্যাকাউন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘#BanPakContent’ হ্যাশট্যাগ ব্যবহার করে বহু ভারতীয় এই নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছেন। বিষয়টি নিয়ে ভারত ও পাকিস্তানের বিনোদন জগত ও সাধারণ ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।