চুয়াডাঙ্গা জেলা থেকে সাড়ে পাঁচ হাজার নেতা-কর্মী নিয়ে জামায়েত ইসলামীর ঢাকার মহা সমাবেশে যাত্রা

চুয়াডাঙ্গা জেলা থেকে সাড়ে পাঁচ হাজার নেতা-কর্মী নিয়ে বাংলাদেশ জামায়েত ইসলামী ঢাকার সমাবেশে যাত্রা করেছেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে গত শুক্রবার দিবাগত রাত ১১টায় ঢাকার উদ্দেশে রওনা হন।
চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর রুহুল আমিনের নেতৃত্বে, জেলা থেকে সাড়ে পাঁচ হাজার নেতা-কর্মী ৯২ টি গাড়িতে অর্থাৎ ৭৭টি পরিবহনের বাস ও ১৫ টি মাইক্রো যোগে জাতীয় সমাবেশে যাত্রা করেছেন।
ঢাকার সমাবেশে যাত্রাকালে জামায়াতের জেলা আমীর রুহুল আমিন বলেছেন, আগামীকালের জাতীয় সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হবে। আমরা আশা করি এই সমাবেশের মাধ্যমে জাতি নতুন বার্তা পাবে। মানবিক বাংলাদেশ গঠনের রোড ম্যাপ দেখতে পাবে। দুর্নীতি, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সতর্ক বার্তা পাবে। তিনি আরো বলেন, ঢাকার এ ঐতিহাসিক সমাবেশ হবে বিগত ৫৪ বছরের মধ্যে সর্ববৃহৎ সমাবেশ। তিনি দলের নেতা কর্মীদের রুটি,ডিম আলু ভাজি ও শুকনা খাবার সঙ্গে করে নেওয়ার নির্দেশ দিয়েছেন।