শাকিব-মিষ্টি জান্নাত প্রেমের গুঞ্জন: নেটদুনিয়ায় উত্তাপ ছড়াল নতুন ছবি

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জন নতুন নয়। এবার সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করলেন চিত্রনায়িকা ও দন্ত চিকিৎসক মিষ্টি জান্নাত।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মিষ্টি জান্নাত। ছবির ক্যাপশনে তিনি লেখেন— “সেই ১ম বার”, সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার তিনটি ইমোজি (লাভ)। এ পোস্ট ঘিরেই শুরু হয়েছে জোর আলোচনা— তবে কি শাকিব ও মিষ্টি জান্নাত প্রেম করছেন?
নেটিজেনদের অনেকেই মনে করছেন, শাকিবের জন্য খোঁজা ‘ডাক্তার পাত্রী’ হয়তো মিষ্টিই। এর আগে গত বছর শাকিব খানের পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে বলে গুঞ্জন ওঠে। তখন থেকেই কিছু অনলাইন সূত্রে মিষ্টি জান্নাতের নাম উঠে আসে সম্ভাব্য পাত্রী হিসেবে।
ছবির নিচে মন্তব্যের ঘরে অনেকেই ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। একজন লিখেছেন, “অনেক সুন্দর লাগছে তোমাদের, বিয়ে করে ফেলো তাড়াতাড়ি।” আরেকজনের মন্তব্য, “দয়া করে আপনি বিয়ে করেন শাকিবকে, সব কথার সমাপ্তি হোক।”
প্রসঙ্গত, মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর নিয়মিতভাবে কাজ করেছেন বিভিন্ন সিনেমায়। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন পেশাদার দন্ত চিকিৎসক হিসেবেও পরিচিত।
তবে শাকিব বা মিষ্টি কেউই এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে বিষয়টি আদৌ প্রেম না কি শুধুই একটি সহকর্মীসুলভ বন্ধুত্ব— সেটি সময়ই বলবে।