১০ জুলাই প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের ফল, পুনঃনিরীক্ষণের সুযোগ ১১ জুলাই থেকে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায়। একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশের মাধ্যমে জানা যাবে দেশের প্রায় ২০ লাখ পরীক্ষার্থীর শিক্ষাভাগ্য। একইসঙ্গে ফল নিয়ে অসন্তোষ থাকলে শিক্ষার্থীরা ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। তিনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফল জানা যাবে ওয়েবসাইট ও এসএমএসে
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন তিনটি মাধ্যমে:
বোর্ডের ওয়েবসাইট: www.educationboardresults.gov.bd
শিক্ষাপ্রতিষ্ঠান: EIIN নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠানপ্রধানরা ফল ডাউনলোড করতে পারবেন।
এসএমএস: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
SSC <space> BoardCode <space> Roll <space> Year
উদাহরণ: SSC DHA 123456 2024
পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। (শুধু টেলিটক নম্বর থেকে)
পুনঃনিরীক্ষণের নিয়ম ও সময়সূচি
ফল নিয়ে সন্তুষ্ট না হলে শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটর ব্যবহার করে এসএমএসের মাধ্যমে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। প্রতিটি বিষয়ে আলাদা ফি দিয়ে নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে।
বিস্তারিত নিয়মাবলি ফল প্রকাশের দিন বোর্ড ও টেলিটক ওয়েবসাইটে পাওয়া যাবে।
কী কী দেখা হবে পুনঃনিরীক্ষণে?
নম্বর যোগে ভুল হয়েছে কিনা
প্রশ্ন বাদ গেছে কিনা
মূল্যায়নের নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা
তবে পূর্ণাঙ্গভাবে খাতা পুনর্মূল্যায়ন করা হয় না।
ফল পাওয়া যাবে না যেসব মাধ্যমে
শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড অফিস বা পত্রিকা অফিসে ফল পাওয়া যাবে না বলে জানানো হয়েছে। ফলে ফল জানতে শিক্ষার্থীদের নির্ভর করতে হবে শুধু অনলাইন, শিক্ষা প্রতিষ্ঠান বা এসএমএস মাধ্যমের ওপর।
পরীক্ষা হয়েছে দেশের ৩ হাজার ৭০০-এর বেশি কেন্দ্রে
প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১৫ মে।
সাধারণ ৯ বোর্ডে: ২,২৮২টি কেন্দ্র
মাদ্রাসা বোর্ডে: ৭২৫টি কেন্দ্র
কারিগরি (ভোকেশনাল) বোর্ডে: ৬৯৯টি কেন্দ্র
ফল, পুনঃনিরীক্ষণ ও এসএমএস সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এবং www.educationboardresults.gov.bd ঠিকানায়।