ভোলায় জুলাই গনঅভ্যুত্থান দিবসে শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

ভোলায় জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের স্মরনে পুষ্পমাল্য অর্পন, দোয়া মোনাজাত ও আলোচনা সভার মধ্য দিয়ে গনঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। জুলাই গনঅভ্যুত্থান দিবসে ভোলার নিহত শহীদদের প্রতি সম্মান জানিয়ে পূস্পমাল্য অর্পণ করেছেন ভোলা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান ও পুলিশ সুপার মোঃ শরীফুল হক শহীদ শামিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ভোলা পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তসুন্সি এলাকার শহীদ শামিম হাওলাদারের কবরে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এ সময় সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এছাড়াও পৃথক পৃথক ভাবে ভোলার অন্যান্য উপজেলার নির্বাহী কর্মকর্তাগন শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অপরদিকে সকাল সাড়ে ১০ টায় ৫ আগস্ট (৩৬ জুলাই) উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ভোলা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ৪৭ শহীদ পরিবারের সদস্যদের মাঝে দুই লাখ টাক করে অনুদানের চেক প্রদান করা হয়। এ ছাড়াও আহত দুই শত পরিবারের প্রত্যেককে দুই হাজার টাকা করে প্রদান করা হয়।