সঞ্চয়পত্রে মুনাফার হার কমাল সরকার, কার্যকর ১ জুলাই থেকে

আগামী ছয় মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়েছে সরকার। সোমবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন হার ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের সুদহার নির্ধারণ করা হয় ৫ ও ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার (শেষ ৬ মাসের নিলামভিত্তিক)। যেহেতু ওই দুটি ক্ষেত্রে সুদের হার কমেছে, তাই সঞ্চয়পত্রেও মুনাফা হার কমানো হয়েছে।
নতুন মুনাফার হার (সাড়ে ৭ লাখ টাকার নিচে এবং বেশি বিনিয়োগকারীভেদে):
৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র
৭.৫ লাখ টাকার নিচে: ১১.৮৩% (আগে: ১২.৪০%)
৭.৫ লাখ টাকার বেশি: ১১.৮৩% (আগে: ১২.৩৭%)
৫ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র
৭.৫ লাখ টাকার নিচে: ১১.৯৮% (আগে: ১২.৫৫%)
৭.৫ লাখ টাকার বেশি: ১১.৮০% (আগে: ১২.৩৭%)
৫ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র
৭.৫ লাখ টাকার নিচে: ১১.৯৩% (আগে: ১২.৫০%)
৭.৫ লাখ টাকার বেশি: ১১.৮০% (আগে: ১২.৩৭%)
৩ বছর মেয়াদি ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব
৭.৫ লাখ টাকার নিচে: ১১.৮২% (আগে: ১২.৩০%)
৭.৫ লাখ টাকার বেশি: ১১.৭৭% (আগে: ১২.২৫%)
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম চার বছর পর্যন্ত ধাপে ধাপে মুনাফার হার আরও কম পাওয়া যাবে, পুরোটাই নির্ভর করবে সঞ্চয়পত্রের মেয়াদ ও বিনিয়োগের পরিমাণের ওপর।