‘এ চালান’ চালু: ঘরে বসেই অনলাইনে কাস্টমস শুল্ক পরিশোধের সুযোগ

আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট শুল্ক ও কর ঘরে বসেই অনলাইনে পরিশোধ করা যাবে এখন থেকে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ‘এ চালান’ নামের স্বয়ংক্রিয় অনলাইন চালান ব্যবস্থার মাধ্যমে এই সুবিধা চালু করেছে।
সরকারের অর্থ বিভাগের উদ্যোগে তৈরি ওয়েবভিত্তিক এই সিস্টেমের মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক কিংবা সিঅ্যান্ডএফ এজেন্টরা ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা ব্যাংকের কাউন্টার থেকে শুল্ক-কর জমা দিতে পারবেন। এরপর সিস্টেম জেনারেট করা চালান রিসিপ্ট নম্বর দেখিয়ে বন্দর থেকে দ্রুত পণ্য খালাস করা যাবে।
এনবিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের এপ্রিল মাসে প্রথম কমলাপুর আইসিডি কাস্টমস হাউসে পরীক্ষামূলকভাবে চালু হয় এ পদ্ধতি। পরে তা পানগাঁও এবং সর্বশেষ ৪ জুলাই চট্টগ্রাম কাস্টমস হাউসে চালু হয়। আগামী ৭ জুলাই থেকে দেশের সব কাস্টমস হাউসে এটি কার্যকর হবে।
বিদ্যমান ব্যবস্থায় শুল্ক-কর জমা দিতে দিনের নির্দিষ্ট সময়ে ব্যাংকে যেতে হতো এবং অর্থ সরকারি কোষাগারে জমা হতে কয়েক দিন সময় লাগত। কিন্তু ‘এ চালান’ পদ্ধতিতে তাৎক্ষণিকভাবে সরকার কোষাগারে রাজস্ব পৌঁছে যাবে, যা তাৎক্ষণিকভাবে ব্যয় করাও সম্ভব হবে।
এনবিআরের শুল্ক ও ভ্যাট প্রশাসনের সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, “সরকারি ট্রেজারিতে সরাসরি শুল্ক-কর জমার ফলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিত হবে। পাশাপাশি আর্থিক খাত আরও সুশৃঙ্খল হবে।”