সিঙ্গাপুর থেকে ৫৩১ কোটি টাকায় এলএনজি কিনছে বাংলাদেশ

জ্বালানি নিরাপত্তা জোরদারে সিঙ্গাপুর থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৫৩১ কোটি ৫৫ লাখ টাকা।
মঙ্গলবার (৮ জুলাই) অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আমদানি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এই এলএনজি কেনা হচ্ছে।
সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকে একটি কার্গো এলএনজি আমদানি করবে বাংলাদেশ। এতে প্রতি এমএমবিটিইউ (MMBTU) এলএনজির মূল্য নির্ধারিত হয়েছে ১২.৬২ মার্কিন ডলার।
এ সংক্রান্ত প্রস্তাবনা এসেছিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে, যা মঙ্গলবারের বৈঠকে অনুমোদন পায়।
এলএনজি কেনার বিস্তারিত ব্যয় কাঠামো:
সরবরাহকারী প্রতিষ্ঠান: ভিটল এশিয়া পিটিই লিমিটেড (সিঙ্গাপুর)
পরিমাণ: ১ কার্গো (প্রায় ১৩৮,০০০ কিউবিক মিটার)
প্রতি এমএমবিটিইউ মূল্য: ১২.৬২ মার্কিন ডলার
মোট ব্যয়: ৫৩১ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৩৪৫ টাকা ৬০ পয়সা
বাংলাদেশ সরকার বর্তমানে দীর্ঘমেয়াদি চুক্তি ছাড়াও স্পট মার্কেট থেকে প্রয়োজন অনুযায়ী এলএনজি আমদানি করে থাকে। বৈশ্বিক বাজারে জ্বালানি দামের অস্থিরতা এবং অভ্যন্তরীণ গ্যাস চাহিদা পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় এমএমবিটিইউ প্রতি ১২.৬২ ডলার দাম তুলনামূলকভাবে গ্রহণযোগ্য। তবে তারা এও মনে করেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া কেবল স্পট মার্কেটের ওপর নির্ভরতা ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে।