বিদেশফেরতদের জন্য সুসংবাদ: মোবাইল-স্বর্ণ-গয়নায় মিলবে শুল্ক ছাড়!

বিদ্যমান ব্যাগেজ রুলস আরও কার্যকর ও যাত্রীবান্ধব করার উদ্দেশ্যে নতুনভাবে সংশোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২ জুলাই) “অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫” নামে এই সংশোধিত বিধিমালা জারি করা হয়। কাস্টমস কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশোধিত বিধিমালায় বিদেশফেরত যাত্রীদের জন্য মোবাইল ফোন, স্বর্ণালংকার ও রৌপ্য অলংকারসহ কিছু পণ্যের ক্ষেত্রে শুল্ক ছাড় এবং ঘোষণা পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
বিদ্যমান ব্যবস্থায় শুল্ক পরিশোধ করে একজন যাত্রী একটি মোবাইল আনতে পারতেন। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে যাত্রীরা প্রতি পঞ্জিকাবর্ষে একটি নতুন মোবাইল ফোন শুল্কমুক্তভাবে আনতে পারবেন।
এছাড়া প্রবাসী বাংলাদেশিরা, যারা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক ইস্যুকৃত কার্ডধারী এবং ন্যূনতম ৬ মাস বিদেশে অবস্থান করেছেন, তারা প্রতি বছর শুল্ক ছাড়াই ২টি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।
নতুন বিধিমালায়, কোনোরূপ শুল্ক-কর ছাড়াই:
একজন যাত্রী বছরে একবার বা একাধিকবার ভ্রমণে সর্বমোট ১০০ গ্রাম স্বর্ণালংকার অথবা ২০০ গ্রাম রৌপ্য অলংকার আনতে পারবেন।
যাত্রীরা বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা (প্রায় ১১৬.৬৪ গ্রাম) ওজনের একটি স্বর্ণের বার আনতে পারবেন।
প্রতি তোলার জন্য শুল্ক-কর নির্ধারিত হয়েছে ৫,০০০ টাকা।
বিদেশ থেকে আগত সকল যাত্রী অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম জমা দিতে পারবেন। তবে, ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে কাস্টমস হল ত্যাগ করার পূর্বেই ঘোষণা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন সংশোধনের বাইরে ব্যাগেজ রুলস সংক্রান্ত অন্যান্য সুবিধাবলী পূর্বের মতোই বহাল রয়েছে।