মহাখালী কোভিড হাসপাতাল নির্মাণে ৩ কোটির বেশি টাকার দুর্নীতির চেষ্টা: দুদকের মামলা

বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত মহাখালী ডিএনসিসি কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল নির্মাণ প্রকল্পে ৩ কোটির বেশি টাকার দুর্নীতির চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযুক্তরা হলেন তৎকালীন প্রকল্প পরিচালক ডা. মো. ইকবাল কবীর এবং ঠিকাদারি প্রতিষ্ঠান এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান।
বৃহস্পতিবার (১০ জুলাই) মামলাটি দায়ের করা হয় বলে দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে।
এজাহারে উল্লেখ করা হয়, অনুমোদিত ওয়ার্ক অর্ডার বা লিখিত চুক্তি ছাড়াই, কেবল মৌখিক নির্দেশনার ভিত্তিতে হাসপাতালের ৬ষ্ঠ তলায় কাজ করার দায়িত্ব দেওয়া হয় এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডকে। এই কাজের বিপরীতে প্রতিষ্ঠানটি ৪ কোটি ৩৫ হাজার ৪১৩ টাকার বিল করে, যা হাসপাতালের পরিচালক হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে পাঠানো হয়।
তবে প্রকল্পের নিরপেক্ষ প্রকৌশল মূল্যায়নে দেখা যায়, প্রকৃত কাজের মূল্য ছিল মাত্র ৬৯ লাখ ৭৩ হাজার ৫৫৯ টাকা। ফলে ৩ কোটি ৩০ লাখ ৬১ হাজার ৮৫৪ টাকা ২৮ পয়সা অতিরিক্ত বিল করার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছে বলে দুদক প্রাথমিক তদন্তে প্রমাণ পেয়েছে।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(খ), ৫১১ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।