রপ্তানি আয়ে ৮.৫৮% প্রবৃদ্ধি, পোশাক খাত থেকেই ৩৯ বিলিয়নের বেশি

সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ রপ্তানি আয়ে ৮.৫৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সময়ে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার।
২০২৩-২৪ অর্থবছরে এ পরিমাণ ছিল ৪৪.৪৬ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানিতে আয় বেড়েছে প্রায় ৩.৮২ বিলিয়ন ডলার।
২০২৫ সালের জুন মাসে এককভাবে রপ্তানি আয় ছিল ৩.৩৩ বিলিয়ন ডলার।
আরএমজির দখলে রপ্তানির সিংহভাগ
মোট রপ্তানি আয়ের মধ্যে সবচেয়ে বড় অবদান এসেছে তৈরি পোশাক খাত (RMG) থেকে, যা দাঁড়িয়েছে ৩৯.৩৪ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের তুলনায় খাতটিতে ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
এই খাতের মধ্যে:
নিটওয়্যার (Knitwear) রপ্তানি বেড়েছে ৯.৭৩%, আয় দাঁড়িয়েছে ২১.১৫ বিলিয়ন ডলার
ওভেন পোশাক (Woven Garments) রপ্তানি বেড়েছে ৭.৮২%, আয় ১৮.১৮ বিলিয়ন ডলার
হোম টেক্সটাইলেও হালকা উল্লম্ফন
তুলনামূলক ছোট হলেও হোম টেক্সটাইল খাতে রপ্তানি বেড়েছে ২.৪২%। এই খাত থেকে আয় হয়েছে ৮৭১.৫৭ মিলিয়ন ডলার।
বিশ্লেষণ ও সম্ভাবনা
বিশ্ব বাজারে অর্থনৈতিক চাপ, কাঁচামালের মূল্যবৃদ্ধি ও লজিস্টিক সংকটের মধ্যেও বাংলাদেশের রপ্তানি খাতের এই প্রবৃদ্ধিকে ইতিবাচক বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিশেষ করে তৈরি পোশাক খাত এখনো দেশের বৈদেশিক মুদ্রা আয়ের মূল চালিকা শক্তি হিসেবে অবদান রেখে চলেছে।