সাত মাসেই ১,৯০০ কোটি টাকার কর ফাঁকির তথ্য উদ্ঘাটন করলো এনবিআরের নতুন গোয়েন্দা ইউনিট

প্রতিষ্ঠার মাত্র সাত মাসেই প্রায় ১,৯০০ কোটি টাকার কর ফাঁকির তথ্য শনাক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন গঠিত আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ইউনিটটি গঠনের পর থেকে গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে এ পর্যন্ত ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে মোট ১,৮৭৪ কোটি টাকার কর ফাঁকির তথ্য সংগ্রহ করা হয়েছে।
এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মধ্যে ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ইতোমধ্যে স্বীকৃত ২৩১টি চালানের মাধ্যমে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব পরিশোধ করেছে। এছাড়া সুনির্দিষ্ট কর ফাঁকির প্রমাণ পাওয়ায় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
এনবিআর বলছে, নতুন এই গোয়েন্দা ইউনিট রাজস্ব পুনরুদ্ধারের পাশাপাশি করদাতাদের আইন মেনে চলার প্রবণতা বাড়াতে এবং দেশের কর সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, আয়করের পাশাপাশি ভ্যাট ও শুল্ক ফাঁকির অনুসন্ধানে এনবিআরের অধীনে আরও আলাদা গোয়েন্দা ইউনিট রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) নামেও একটি স্বতন্ত্র ইউনিট কাজ করছে।