ছোট আমদানি-রপ্তানিকারকদের জন্য নীতিমালা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

ছোট উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক বাণিজ্যে অংশগ্রহণ সহজ করতে কেন্দ্রীয় ব্যাংক শিথিল করেছে বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত নীতিমালা। এখন থেকে স্বীকৃত বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আমদানি বা রপ্তানির লেনদেনে নগদ, অগ্রিম অর্থ বা প্রয়োজনীয় ডকুমেন্টের ভিত্তিতে বৈদেশিক দায় নিষ্পত্তি করা যাবে।
গত রোববার (১৩ জুলাই) জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে তা অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, এ সুবিধা সম্পর্কে সংশ্লিষ্ট গ্রাহকদের যথাযথভাবে অবহিত করারও অনুরোধ করা হয়েছে।
এর ফলে ছোট আমদানিকারক ও রপ্তানিকারকরা যাদের পক্ষে প্রচলিত আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির জটিলতা মেনে চলা কঠিন, তারা তুলনামূলক সহজ নিয়মে বৈদেশিক বাণিজ্য কার্যক্রম চালাতে পারবেন। এতে আন্তর্জাতিক বাজারে তাদের কার্যক্রম সম্প্রসারণে উল্লেখযোগ্য সুবিধা মিলবে বলে ধারণা করা হচ্ছে।
চলমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় ছোট উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং বৈদেশিক বাণিজ্যে আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়তে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এ পদক্ষেপ দেশের রপ্তানি ও আমদানি খাতে তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়াবে এবং বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলবে।