“সরকারবিরোধী রূপ নিয়েছিল এনবিআরের আন্দোলন” — উপদেষ্টা ফাওজুল কবির খান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান আন্দোলন শুরুতে নিরপেক্ষ মনে হলেও পরে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, “এই আন্দোলনের পেছনে ছিল সরকারের বিরুদ্ধে অবস্থান ও অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করার উদ্দেশ্য।”
রোববার (১৩ জুলাই) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সভাটি ছিল ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রমকে অধিকতর গতিশীল করতে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক।
ফাওজুল কবির খান বলেন, “আমরা দেখেছি একটি নিরীহ আন্দোলন কীভাবে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর রূপ নিয়েছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আন্দোলনের নামে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, গণমাধ্যমেও তার প্রমাণ এসেছে।”
তিনি আরও বলেন, “অনেক ব্যবসায়ী প্রশ্ন তুলেছেন, আন্দোলন এতদিন চলতে দেওয়া হলো কেন? আমরা চাইনি গণতন্ত্রের নামে দমননীতি চালাতে। তাই নিপীড়ন নয়, আলোচনার মাধ্যমে সমাধান খুঁজেছি।”
এসময় উপদেষ্টা জানান, এনবিআরের গঠনতন্ত্র ও কার্যক্রমে যে সব সমস্যা আছে, সেগুলোর সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। “আমরা যেহেতু পরামর্শক কমিটি, তাই এসব ত্রুটি চিহ্নিত করে সংশোধনের জন্য প্রস্তাব দেব।”
তিনি বলেন, “বর্তমান কাঠামোয় এনবিআরের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। এনবিআরে কেউ চাকরি করে শুনলে মানুষ হাসে—এ বাস্তবতা আমাদের অস্বীকার করার উপায় নেই। এনবিআরের পরিবর্তে দুটি পৃথক বিভাগ—রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন—গঠিত হবে।”
ফাওজুল কবির খান আরও বলেন, “শুধু দুটি নির্দিষ্ট ক্যাডারের সদস্য নিয়ে রাজস্ব বিভাগ গঠনের দাবি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। প্রশাসন ক্যাডারকে বাদ দিয়ে একতরফা কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”