অটো স্পিনিংয়ের অগ্নিবীমা দাবির ২৫ কোটি টাকার চেক হস্তান্তর করলো বিএনআইসিএল

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল) অগ্নিকাণ্ডজনিত ক্ষতিপূরণ বাবদ মেসার্স অটো স্পিনিং লিমিটেড-এর কাছে ২৫ কোটি ৫৯ হাজার ১০৩ টাকা পরিশোধ করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ সানা উল্লাহ্ মেসার্স অটো স্পিনিং লিঃ-এর ব্যবস্থাপক মিজানুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে চেকটি হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
দাবি ও পুনঃবীমা বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী,
সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (অর্থ ও হিসাব) মো. ফিরোজুল ইসলাম,
কোম্পানি সচিব মো. মাসুদ রানা এবং
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নবাবপুর রোড কর্পোরেট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ও
প্রবেশনারী অফিসার রিফাত শাহরিয়ার।
বিএনআইসিএল সূত্র জানায়, বীমা দাবির অর্থ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জনে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর। অগ্নি দুর্ঘটনার মতো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ক্ষতিপূরণ প্রদান দেশের বীমা খাতের ওপর আস্থা বাড়াবে বলেও জানান কর্মকর্তারা।