ডিজিটাল লেনদেনে নতুন অধ্যায়: পাঠাও নিয়ে এলো ‘পাঠাও পে’

দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও পে চালু হচ্ছে ৮ জুলাই-এ; পাঠাও এবার চালু করলো তাদের নতুন ডিজিটাল ওয়ালেট ‘পাঠাও পে’। “Your YOUniverse, Your Way” স্লোগানে আত্মপ্রকাশ করা এই সার্ভিসের মাধ্যমে ইউজাররা এখন টাকা ট্রানজেক্ট, অ্যাকসেস এবং ম্যানেজ করতে পারবেন আরও সহজে, স্মার্টভাবে ও নিরাপদে।
পাঠাও-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পাঠাও পে শুধু একটি ওয়ালেট নয়, বরং একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ফাইন্যান্স সল্যুশন। অ্যাপের মাধ্যমেই এখন থেকে খাবার অর্ডার, রাইড নেওয়া, বিল ভাগ করা কিংবা টাকা পাঠানো—সবকিছুই করা যাবে এক প্ল্যাটফর্মে।
এক নজরে পাঠাও পে-এর ফিচারসমূহ:
Pay Tag: নিজের নাম বা নম্বর না দিয়ে টাকা পাঠানো বা গ্রহণ করা
Split Pay: বন্ধুদের সঙ্গে বিল ভাগাভাগি করা
Group Send Money: একসঙ্গে অনেকজনকে টাকা পাঠানোর সুবিধা
Auto-Pay: নির্ধারিত সময়সীমায় স্বয়ংক্রিয় পেমেন্ট
Mobile Recharge: পাঠাও অ্যাপ থেকেই মোবাইল রিচার্জ
Add Money: নগদ, Visa, Mastercard, AMEX কার্ডের মাধ্যমে সহজেই টাকা যোগ করা
পাঠাও পে কার্ড: দেশে ও বিদেশে একসাথে কাজ করবে
এই নতুন সেবার অংশ হিসেবে পাঠাও পে কার্ড চালু করেছে পাঠাও, যা মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি সাপোর্টেড এবং মাস্টারকার্ড-পাওয়ার্ড।
কার্ডটির রয়েছে তিনটি আকর্ষণীয় ডিজাইন: Starlit Horizon, Purple Haze, Sunshine Beach।
মূল ফিচারসমূহ:
রিয়েল-টাইম ওয়ালেট ব্যালেন্স সিঙ্কিং
ডুয়াল কারেন্সি সাপোর্ট
NFC Tap & Pay (৫০০০ টাকা পর্যন্ত পিন ছাড়া পেমেন্ট)
MTB-এর সব এটিএম থেকে বিনামূল্যে টাকা তোলার সুবিধা
ইন্টারন্যাশনাল পেমেন্ট সাপোর্ট (সঠিক পাসপোর্ট এনডোর্সমেন্টসহ)
ক্যাশব্যাক অফার: সর্বোচ্চ ৩,০০০ টাকা!
লঞ্চ অফার হিসেবে নতুন ইউজাররা পাচ্ছেন ৩,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
পাঠাও ফুডে: সর্বোচ্চ ১,০০০ টাকা
পাঠাও কার রাইডে: সর্বোচ্চ ১,০০০ টাকা
পাঠাও বাইকে: সর্বোচ্চ ৫০০ টাকা
পার্সেল সার্ভিসে: সর্বোচ্চ ৫০০ টাকা
শুধু পাঠাও পে ব্যবহার করে পাঠাও-এর যেকোনো সেবা গ্রহণ করলেই এই ক্যাশব্যাক উপভোগ করা যাবে।
পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ বলেন, “পাঠাও পে হলো ডিজিটালি নিজস্ব ফাইন্যান্স নিয়ন্ত্রণের একটি অন্যতম সহজ উপায়। পাঠাও পে-এর মাধ্যমে আপনার ফান্ড যখন যেভাবে প্রয়োজন সেভাবেই অ্যাকসেস, ট্রানজেক্ট ও ম্যানেজ করতে পারবেন। এটি বাংলাদেশের জন্য একটি নতুন ডিজিটাল ফাইন্যান্স সল্যুশন, যা আপনার প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়েছে।”