মূল্যস্ফীতির হার দ্রুত কমছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি ও কৌশলের ফলে দেশে মূল্যস্ফীতির হার দ্রুত হ্রাস পাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে মূল্যস্ফীতি আরও নিয়ন্ত্রণে আসবে।
সোমবার (৭ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব জানান, “জুন ২০২৫ মাসের হালনাগাদ উপাত্ত অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ৮.৪৮ শতাংশে নেমে এসেছে, যা ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় প্রায় ২ শতাংশ কম।”
তিনি আরও উল্লেখ করেন, “খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতির হারও হ্রাস পাওয়ার ধারায় রয়েছে।”
শফিকুল আলম আশা প্রকাশ করেন, সরকারের অব্যাহত পদক্ষেপের ফলে শিগগিরই সাধারণ মানুষ এর সুফল আরও বেশি করে অনুধাবন করতে পারবে।
অর্থনীতিবিদ ও বিশ্লেষকরাও বলছেন, বৈশ্বিক বাজার স্থিতিশীল থাকলে এবং আমদানি খরচ নিয়ন্ত্রণে থাকলে মূল্যস্ফীতি আরও কমিয়ে আনা সম্ভব।