শুল্ক-কর অনলাইনে জমার সুযোগ, চালু হলো ‘এ-চালান’ সিস্টেম

নতুন অর্থবছরের শুরুতেই আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক ও কর অনলাইনে জমার সুবিধা চালু করলো অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে আমদানিকারক, রপ্তানিকারক এবং তাদের মনোনীত সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টরা ঘরে বসেই ‘এ-চালান’ পদ্ধতিতে অনলাইনে সরকারি ট্রেজারিতে শুল্ক-কর পরিশোধ করতে পারবেন।
শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এনবিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আধুনিক ব্যবস্থায় এনবিআরের কাস্টমস সিস্টেম অ্যাসিকুডা ওয়ার্ল্ড এবং অর্থ বিভাগের আইবিএএস++ প্ল্যাটফর্মের মধ্যে প্রযুক্তিগত সংযুক্তি (ইন্টিগ্রেশন) সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে করদাতারা তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি সরকারি কোষাগারে অর্থ জমা দিতে পারবেন। জমার পরপরই সেই অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি তহবিলে অন্তর্ভুক্ত হবে, যা রাজস্ব ব্যয়ে সরকারের সক্ষমতা বাড়াবে।
এর আগে আটিজিএস পদ্ধতিতে দিনের নির্দিষ্ট সময়ের মধ্যে কর জমা দিলেও কোষাগারে পৌঁছাতে কয়েক দিন সময় লাগত। এতে সরকারের আর্থিক প্রবাহে ধীরগতি দেখা দিত। নতুন এ-চালান ব্যবস্থায় সেই বিলম্ব দূর হবে, কর পরিশোধ ও পণ্য খালাস হবে আরও দ্রুত।
নতুন ব্যবস্থায় ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (যেমন: বিকাশ, নগদ, উপায়, রকেট, এমক্যাশ, ট্রাস্টপে) ব্যবহার করে শুল্ক-কর জমা দেওয়া যাবে। পাশাপাশি দেশের ৬১ ব্যাংকের ১১,৭০০ শাখা থেকেও চেক ক্লিয়ারিং বা অ্যাকাউন্ট ডেবিটের মাধ্যমে অর্থ জমা দেওয়া সম্ভব হবে।
কর পরিশোধ শেষে সিস্টেম থেকে প্রাপ্ত রসিদ নম্বর দিয়েই বন্দর থেকে পণ্য দ্রুত খালাস করা যাবে।
চট্টগ্রাম কাস্টম হাউসে ১ ও ২ জুলাই প্রশিক্ষণের পর ৩ জুলাই থেকে এ পদ্ধতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ৭৫টি বিল অব এন্ট্রির বিপরীতে ১৩ কোটির বেশি টাকার রাজস্ব সরাসরি কোষাগারে জমা পড়ে।
এর আগে গত ২৩ এপ্রিল কমলাপুর আইসিডি এবং পরে পানগাঁও কাস্টম হাউসে এ-চালান পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল।
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হাউসসহ দেশের সব কাস্টমস স্টেশনেই এই অনলাইন এ-চালান সিস্টেম চালু হবে।
এনবিআর আশা করছে, এ উদ্যোগ রাজস্ব আহরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে, আমদানি-রপ্তানি কার্যক্রমকে গতিশীল করবে এবং সরকারি অর্থ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনবে।