বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা: ডলারের বিপরীতে টাকায় ঋণ নেওয়ার সুযোগ

বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা দিয়েছে যা অনুযায়ী অফশোর ব্যাংকিং ইউনিটে (ওবিইউ) জমা রাখা বৈদেশিক মুদ্রাকে জামানত হিসেবে ব্যবহার করে দেশের ব্যাংকগুলো টাকায় ঋণ দিতে পারবে।
এই ঋণ সুবিধা প্রবাসী বাংলাদেশি, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান, বিদেশে নিবন্ধিত কোম্পানি, বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক এবং অনিবাসি হিসাবধারীর সঙ্গে যুক্ত দেশে কার্যরত কোম্পানি ও ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে। তবে ঋণগ্রহীতা ও জামানতকারী হিসাবধারীর মধ্যে যৌক্তিক সম্পর্ক থাকতে হবে।
ব্যাংকগুলো শুধুমাত্র স্বল্পমেয়াদি চলতি মূলধনী ঋণ দিতে পারবে এবং এই ঋণের জন্য কোনো জামানত চার্জ বা ফি নেওয়া যাবে না। ব্যাংক বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ঝুঁকি সামলাতে জামানতের কিছু অংশ মার্জিন হিসেবে রাখতে পারবে। ঋণ পরিশোধে ব্যর্থ হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে জামানত নগদায়ন করে ঋণ সমন্বয় করা যাবে।
এই সুবিধা শুধুমাত্র ওবিইউ-তে নয়, প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট (পিএফসিএ) এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনআরএফসিডি) অ্যাকাউন্টেও প্রযোজ্য, তবে ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাকাউন্ট (আইবিএ) এর অর্থ এতে অন্তর্ভুক্ত নয়।
দেশে পরিচালিত বিদেশি মালিকানাধীন কোম্পানি এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে কারণ এটি বিদেশি বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের বৈদেশিক মুদ্রা জামানত রেখে সহজে ঋণ নেওয়ার সুযোগ তৈরি করবে, যা বিনিয়োগের গতি বাড়াবে।