আন্দোলন প্রত্যাহারের পর কাজে ফিরেছেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা

দীর্ঘদিনের আন্দোলন শেষে আন্দোলন প্রত্যাহার করে আজ সোমবার (৩০ জুন) সকাল থেকে কাজে যোগ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ৯টার দিকে তারা নিজ নিজ দপ্তরে গিয়ে নিয়মমাফিক কাজ শুরু করেন বলে নিশ্চিত করেছে এনবিআর সূত্র।
তবে এখনও পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরে আসেনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বন্দরে ধীরে ধীরে সচল হচ্ছে শুল্ক কার্যক্রম
চট্টগ্রাম বন্দর, বেনাপোল, ঢাকা কাস্টম হাউস, ভোমরা, বুড়িমারী, সোনা মসজিদ, আখাউড়াসহ দেশের সব শুল্ক স্টেশন ও স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুল্কায়ন কাজও শুরু হয়েছে। সংশ্লিষ্ট বন্দর ও কাস্টমস হাউসগুলোতেও কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরেছেন।
একজন এনবিআর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“সকাল থেকেই সবাই নিজ নিজ ডেস্কে দাপ্তরিক কাজে ব্যস্ত। তবে আন্দোলনের বিভিন্ন দিক নিয়েও কিছু কিছু আলোচনা চলছে।”
গত শনিবার ও রোববার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছিল। এতে সরকারের বড় অঙ্কের রাজস্ব আয় বাধাগ্রস্ত হয়।
সঙ্কট নিরসনে ব্যবসায়ী নেতারা উদ্যোগী হয়ে গতকাল সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন। এরপর এক যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।
এনবিআরের কর্মসূচি রোধে সরকার কঠোর অবস্থান নেয়। এনবিআরের চাকরিকে ‘অত্যাবশ্যক সেবা’ ঘোষণা করে এবং ছয় কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেয়।
প্রসঙ্গত, সরকার চলতি বছরের ১২ মে ‘জাতীয় রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে’ দুটি নতুন বিভাগ— ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’— গঠনের অধ্যাদেশ জারি করে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা ‘যৌক্তিক সংস্কারের’ দাবিতে আন্দোলনে নামেন।
তবে কর্মকর্তা-কর্মচারীদের আপত্তি মূলত নতুন দুই বিভাগে প্রশাসন ক্যাডারের নিয়োগ নিয়ে। আন্দোলনকারীরা রাজস্ব ক্যাডারের কর্মকর্তাদের অগ্রাধিকার চেয়েছেন এবং এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের পদত্যাগ দাবি করেন।