পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে সাংবাদিকদের ইতিবাচক লেখনিতে: ডিবিএ সভাপতি

পুঁজিবাজারে গত ১৫ বছরে যত অনিয়ম হয়েছে, তা সাহসের সঙ্গে তুলে ধরেছেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সদস্যরা— এমন মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) সভাপতি মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, “অনেকে জানতে চান— বাজার কবে ঘুরে দাঁড়াবে? আমি মনে করি, বাজার ঘুরে দাঁড়াবে সাংবাদিকদের ইতিবাচক ও দায়িত্বশীল লেখনির মাধ্যমেই।”
রবিবার (৩০ জুন) রাজধানীর পল্টনে সিএমজেএফ অডিটোরিয়ামে আয়োজিত 'ফল উৎসব ২০২৫'-এ এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূইয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমন, সাবেক পরিচালক আনোয়ার হোসেন, ডিবিএ সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ ও পরিচালক দিদার গনি প্রমুখ।
সাইফুল ইসলাম বলেন, “বাজারে বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনাই এখন সবচেয়ে জরুরি। এজন্য তথ্যভিত্তিক, দায়িত্বশীল সাংবাদিকতা বড় ভূমিকা রাখতে পারে। সিএমজেএফের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে, তারা ডিবিএকে সব সময় সহযোগিতা করছে। বাজারসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে রেগুলেটরের কাছে যাওয়ার আগে আমরা সাংবাদিকদের মতামত নেওয়ার চেষ্টা করি।”
দেশীয় ফলভিত্তিক উৎসব প্রসঙ্গে তিনি বলেন, “ফল যেমন আনন্দ দেয়, ভালো শেয়ারও তেমনি বিনিয়োগকারীদের লাভবান করে। কিন্তু দুর্বল কোম্পানি বাজারে এলে কাঙ্ক্ষিত ফলাফল কখনোই পাওয়া যায় না।”
তিনি আগামী বছর ফল উৎসবের সঙ্গে “রসমালাই উৎসব” আয়োজনের প্রতিশ্রুতিও দেন। হালকা রসিকতায় বলেন, “পেরাভান্ডার, মাতৃভাণ্ডার, শীতল ভাণ্ডার—এসব প্রতিষ্ঠানে মালিক নিজেই দাঁড়িয়ে থাকেন। আমাদের বাজারেও এমন দায়বদ্ধতা ও সরাসরি অংশগ্রহণ প্রয়োজন।”
ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, “এই ধরনের উৎসব কেবল আনন্দ নয়, সম্পর্কের সেতুবন্ধও তৈরি করে। পুঁজিবাজার নিয়ে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন সবসময়ই গুরুত্বপূর্ণ।”
বিএসইসির সহকারী পরিচালক মোহাইমিনুল ইসলাম আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা রাখে।”