এনবিআরের নতুন দুই বিভাগে সচিব নিয়োগে নীতিমালা হবে: উপদেষ্টা ফাওজুল কবির খান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন—এই দুটি নবগঠিত বিভাগে সচিব নিয়োগের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার (১৩ জুলাই) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির অগ্রগতি বিষয়ক ওই সভায় এ বক্তব্য দেন তিনি।
উপদেষ্টা বলেন, “নতুন দুটি বিভাগে সচিব পদে কীভাবে নিয়োগ দেওয়া হবে, সেই বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে। যোগ্যতার ভিত্তিতে সচিব পদে নিয়োগ নিশ্চিত করার জন্য এটি প্রয়োজন।”
তিনি আরও বলেন, “যেহেতু রাজস্ব কার্যক্রম চালাতে হবে, তাই ঊর্ধ্বতন পদে নীতিমালা করে এগোনো দরকার। এতে রাজস্ব আহরণ আরও বেগবান হবে।”
ফাওজুল কবির খান বলেন, বর্তমানে রাজস্ব আদায়ের পরিমাণ অত্যন্ত কম। এটি বাড়ানোর পাশাপাশি গ্রাহকসেবা উন্নয়ন এবং হয়রানি বন্ধে বিশেষ নজর দিতে হবে।