মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের সহায়তায় প্রাইম ব্যাংকের ৫ কোটি টাকার প্রতিশ্রুতি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আহত শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ও পুনর্বাসনে ৫ কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।
প্রতিশ্রুত অর্থ ব্যবহার করা হবে আহত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের জরুরি চিকিৎসা, বার্ন ইউনিটে সেবা এবং পুনর্বাসন কার্যক্রমে।
প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী এক বিবৃতিতে বলেন, “এই অকল্পনীয় ও হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও প্রার্থনা রইলো। আমাদের এই সহায়তা হয়তো কষ্ট কিছুটা লাঘব করবে এবং সুস্থতার পথে কিছুটা সহায়তা দেবে বলে আমরা আশাবাদী।”
এ সময় তিনি উদ্ধারকর্মী, চিকিৎসক, হাসপাতালকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান, যারা দুর্যোগের মুহূর্তে দ্রুত সাড়া দিয়েছেন।
তিনি আরও জানান, প্রাইম ব্যাংক ভবিষ্যতেও জাতির যেকোনো সংকটে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি বহাল রাখবে।