ভারত ও পাকিস্তান সংঘাত : মিরসরাইয়ে সীমান্তে বিজিবির টহল জোরদার

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত ঘিরে চট্টগ্রামের মিরসরাইয়ে চার কিলোমিটার সীমান্তে টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে, নীরব নজরদারির সঙ্গে বিজিবির জোরদার টহল। এলাকাবাসীও সীমান্তের দিকে নজর রাখছেন।
সীমান্তবাসী মাঈনউদ্দিন জানান, ভারত-পাকিস্তান নিয়ে গন্ডগোল থাকলেও এই সীমান্ত এখনও স্বাভাবিক। বিএসএফের অপতৎপরতায় কোনো প্রকার অনুপ্রবেশ বা চোরাচালান প্রতিহত করতে বিজিবির কাঁধে কাঁধ মিলিয়ে প্রস্তুত এলাকাবাসী।
বিজিবির মিরসরাইয়ের অলিনগর ক্যাম্প কমান্ডার শওকত হোসেন জানান, চট্টগ্রামের মিরসরাইয়ের অলিনগর এলাকায় দুই কিলোমিটার নদী, আর দুই কিলোমিটার পাহাড় সীমান্ত রয়েছে। এ সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবির জোরদার টহল রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার লোকজন বিজিবিকে সহযোগিতা করছে।