নতুন কমিটি ঘোষণায় রাবি ছাত্রদলের আনন্দ মিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।আজ বুধবার (৩০ জুলাই) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এ আনন্দ মিছিল করেন তারা। আনন্দ নিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রধক্ষিণ করে।
সমাবেশে সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হলো জুলাই-আগস্টের সর্বোচ্চ শাহাদাতবরণকারী সংগঠন। ছাত্রদল বিভিন্ন স্বৈরাচারবিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগী ও নিষ্ঠার সঙ্গে সাধারণ ছাত্রছাত্রীদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে এই ক্যাম্পাসে নতুনভাবে প্রতিষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, সামনে রাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের নির্বাচক কমিশনাররা ইতিমধ্যেই তফসিল ঘোষণা করেছেন, যদিও ৫ তারিখের আগে ৩ ও ৪ তারিখে যারা আওয়ামী লীগের সঙ্গে এক হয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে বিরোধিতা করেছিলেন—সেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিচার কার্যক্রম এখনও সম্পন্ন হয়নি। তারপরও আমরা এই তফসিলকে স্বাগত জানাই।
শাখা ছাত্রদলের নবগঠিত সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, ৫ আগস্টের পর, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত ভিসি থেকে শুরু করে শিক্ষক-কর্মকর্তা কর্মচারী সর্বোচ্চ সহযোগিতা করেছি। কিন্তু বর্তমান রাবির ভিসি সাধারণ শিক্ষার্থীদের রক্তের সাথে বেইমানি করেছে। এই প্রশাসন তথাকথিত কিছু ছাত্রনেতাদের ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠান থেকে চাঁদার নামে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে কিনা প্রশ্ন থেকে যায়। আমরা বলতে চাই, ছাত্রদলের আন্তরিকতা ও ভদ্র ব্যবহারের কারণে রাবি প্রশাসন যদি মনে করেন; রুয়ার মতো মহড়া দিয়ে যদি রাকসু দখল করতে চায় তাহলে আপনারা নিজেদের চোখে পানি দেন।
সংক্ষিপ্ত সমাবেশটি সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম। আনন্দ মিছিলে প্রায় ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।