রাকসু নির্বাচনের তফশিল ঘোষণা, ভোটগ্রহণ ১৫ সেপ্টেম্বর রদবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। গত সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তফশিল ঘোষণা করা হয়। তফশিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক তফশিল ঘোষণা করেন। তিনি জানান, আগামী ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ করা হবে, ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ; ৭, ১০ ও ১২ আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৭ থেকে ১৯ আগস্ট মনোনয়ন পত্র বিতরণ; ২১, ২৪ ও ২৫ আগস্ট মনোনয়ন পত্র দাখিল, ২৭ ও ২৮ আগস্ট মনোনয়ন পত্র বাছাই, ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২ সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার, ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ১৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। ভোটগ্রহণ শেষে একইদিন ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন যথাসময়ে বাস্তবায়ন সম্ভব হবে কিনা জানতে চাইলে নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, আমরা তফশিল ঘোষণার আগে সকল স্টেকহোল্ডারের সাথে বসে আলোচনা করেছি। আমরা আত্মবিশ্বাসী, যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসময় অন্যদের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন, কমিশনার অধ্যাপক নিজাম উদ্দিন, অধ্যাপক এফ নজরুল ইসলাম, অধ্যাপক আব্দুল হান্নান, অধ্যাপক আমিনুল হক এবং অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৫৬ সালে প্রথম এবং ১৯৮৯ সালে সর্বশেষ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এপর্যন্ত ১৬ বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আবারও রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।