সচিবালয়ের সামনে শিক্ষার্থী-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আহত ৫০
রাজধানীর সচিবালয়ের সামনে এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় সিদ্ধান্তের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে সচিবালয় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিকেল পৌনে ৫টার দিকে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সচিবালয় এলাকা বর্তমানে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে।
বিস্তারিত আসছে...