লালমনিরহাটে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ‘অবস্থান কর্মসূচি’

“মানুষের সেবায় আমরা মাঠে থাকি, অথচ প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত আমরা, আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে।" এমন ক্ষোভ জানিয়ে ছয় দফা দাবিতে তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন লালমনিরহাটের স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে তারা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর সিভিল সার্জনের মাধ্যমে একটি স্মারকলিপি দেন।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের জেলা সভাপতি মমিনুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সহ-সভাপতি বিভূতিভূষণ রায়, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, হাতিবান্ধা উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, আদিতমারী উপজেলার শফিকুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারী।
নেতারা বলেন, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার মূল যোদ্ধা হয়েও বছরের পর বছর ধরে তারা অবহেলার শিকার। তারা বলেন, “যারা পশুপাখিকে টিকা দেয়, তারা ১৪তম গ্রেডে। অথচ আমরা সৃষ্টির সেরা জীব মানুষকে সেবা দেই, অথচ পড়ে আছি ১৬তম গ্রেডে এটা চরম বৈষম্য।”
তারা আরও বলেন, ভ্যাকসিনেশন, মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি, ডেঙ্গু, কুষ্ঠ, যক্ষ্মা, কোভিড-১৯—সব জায়গায় স্বাস্থ্য সহকারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন তাঁরা। তবুও আজও চাকরি নিরাপত্তা, বেতন বৈষম্য, মর্যাদা ও স্বীকৃতি অধরাই থেকে গেছে।
স্মারকলিপিতে স্বাস্থ্য সহকারীরা যেসব দাবি তুলে ধরেন, সেগুলো হলো—মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত কর্মীদের পুনর্বিন্যাস ও কার্যকর পদায়ন, জাতীয় পে-স্কেল অনুযায়ী উপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ,সময়মতো পদোন্নতি ও প্রশিক্ষণের সুযোগ প্রদান,নির্ধারিত নিয়োগবিধি বাস্তবায়ন ও বিদ্যমান শূন্যপদে দ্রুত নিয়োগ,অতিরিক্ত দায়িত্ব পালনের (যেমন TCV, MR ক্যাম্পেইন, bd health apps) যথাযথ স্বীকৃতি, EPI কার্যক্রমে স্বাস্থ্য সহকারীদের নেতৃত্ব স্বীকৃতি এবং অযথা হস্তক্ষেপ বন্ধ।
নেতারা বলেন, এসব ন্যায্য দাবি দীর্ঘদিনের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সাড়া না দিলে সারা দেশে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে তারা বাধ্য হবেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একই দাবিতে দেশের ৬৪ জেলায় একযোগে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।