সাদুল্লাপুরে বজ্রপাতে নিহত ১ আহত ১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ইদিলপুর ইউনিয়নের তাজনগর (দক্ষিণ তাজনগর) গ্রামে লিমন নামের এক যুবক নিহত হয়েছে। এ-সময় বজ্রপাতে আহত হয়েছে নিহতের বাবা হবি মিয়া। ১৯ মে মঙ্গলবার সকাল ৭.৩০ ঘটিকায় তাজনগর গ্রামের কৃষি জমিতে এ ঘটনা ঘটে।
নিহত লিমন(২৫) তাজনগর গ্রামের হবি মিয়ার ছেলে।সে গত কয়েক দিন পূর্বে বিয়ে করেছে। জানা যায়,সকালে বাবা হবি মিয়া ও লিমন মিয়া বরবটি উঠানোর জন্য ফসলের জমিতে যায়। হঠাৎ বৃষ্টি শুরু হলে পাশে থাকা সেচ মটরের ঘরে আশ্রয় নেয়। তার বাবা ঘরে ভিতর ও লিমন দরজায় দাঁড়িয়ে ছিলো এসময় বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটনা স্হলেই লিমন মারা যায়। আহত হয় তার বাবা হবি মিয়। তার বাড়ি সহ এলাকায় চলছে শোকের মাতন।
বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেন, ইদিলপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী অনিক ইসলাম বলেন, আমি নিহতের বিষয়ে জেনেছি এবং জেলা প্রশাসক স্যারকে অবগত করেছি।