দুবাই ক্যাপিটালসে সাকিব, রংপুরের বিপক্ষে খেলবেন ১৬ জুলাই

গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষ আয়োজিত গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে খেলবেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আগামী ১০ জুলাই শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালস দলে ভিড়িয়েছে সাকিবকে। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের জায়গায় তাকে দলে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
দুবাই ক্যাপিটালস নিজেদের ফেসবুক পোস্টে জানায়:
“দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের রিপ্লেসমেন্ট হিসেবে কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।”
প্রথমে গুঞ্জন ছিল, সাকিব আল হাসান খেলবেন বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে। তবে রাজনৈতিক ও আনুষঙ্গিক পরিস্থিতির কথা বিবেচনায় রেখে শেষ পর্যন্ত সাকিবকে স্কোয়াডে রাখেনি রংপুর।
ফলে এবার সাবেক দল রংপুরের বিপক্ষেই মাঠে নামবেন সাকিব, ১৬ জুলাই অনুষ্ঠিতব্য ম্যাচে।
এবারের গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছে পাঁচটি দল— রংপুর রাইডার্স (বাংলাদেশ), দুবাই ক্যাপিটালস (ইউএই), হোবার্ট হারিকেন্স (অস্ট্রেলিয়া), গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স (ওয়েস্ট ইন্ডিজ), ও সেন্ট্রাল স্ট্যাগস (নিউজিল্যান্ড)।
সাকিবের দল দুবাই ক্যাপিটালস ১০ জুলাই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সেন্ট্রাল স্ট্যাগসের। এরপর ১১ জুলাই হোবার্ট হারিকেন্স, ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং ১৬ জুলাই রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে দলটি।
উল্লেখযোগ্যভাবে, এবারের আসরেও কোনো প্লে-অফ পর্ব নেই। লিগপর্ব শেষে শীর্ষ দুই দল সরাসরি খেলবে ১৮ জুলাইয়ের ফাইনালে।