গণঅধিকার পরিষদে কেন্দ্রীয় কমিটি উপেক্ষা ও বিভ্রান্তির অভিযোগে তীব্র প্রতিবাদ মাহফুজুর রহমানের

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিকে উপেক্ষা করে প্রার্থীতা ঘোষণা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান। শুক্রবার (২৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
মাহফুজুর রহমান বলেন, গতকাল (২৪ জুলাই) কেন্দ্রীয় কমিটির কোনও আলোচনা ছাড়াই যেভাবে প্রার্থীতা ঘোষণা করা হয়েছে তা একটি কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। দলের গঠনতন্ত্রের বিপরীতে নমিনেশন বোর্ড গঠন না করে ইচ্ছামতো প্রার্থী ঘোষণা করা হয়েছে যা দলের তৃণমূল নেতাকর্মীরাও জানে। এর ফলে দলের মধ্যে বিভ্রান্তি ও অবমূল্যায়নের অবস্থা সৃষ্টি হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, দল থেকে তার অব্যাহতি দেওয়া হয়েছে অগোছালো ও সাংগঠনিক নিয়ম না মেনে। তিনি বলেন, “যে সহযোদ্ধা ১১টি মামলা ও নির্যাতনের শিকার, তাকে মানসিক অসুস্থ বলে প্রচার করা হয়েছে যা একেবারেই ভুল ও অবিচার।”
সংবাদ সম্মেলনে মাহফুজুর তিন দফা দাবি জানান, যার মধ্যে রয়েছে অবৈধ প্রার্থীদের প্রার্থীতা স্থগিতকরণ, বিভ্রান্তিকর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ এবং অব্যাহতি সিদ্ধান্ত প্রত্যাহারের মাধ্যমে সম্মান পুনরুদ্ধার।
উল্লেখ্য, গতরাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহফুজুর রহমান খানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।