পদযাত্রার ডাক: "রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম, জুলাইয়েই দেখা ইনশাল্লাহ" — সারজিস আলম

'লাল পাহাড়ের রাঙ্গামাটি' ও '২৪-এর অভ্যুত্থানের রণক্ষেত্র চট্টগ্রাম'—এই দুই ঐতিহাসিক স্থানের নাম উচ্চারণ করে আসন্ন জুলাই মাসে পদযাত্রার ঘোষণা দিয়েছেন রাজনৈতিক কর্মী সারজিস আলম।
আজ রবিবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন,
“লাল পাহাড়ের 'রাঙ্গামাটি' এবং ২৪-এর অভ্যুত্থানের রণক্ষেত্র 'চট্টগ্রাম'!
জুলাই পদযাত্রায় দেখা হচ্ছে ইনশাল্লাহ।”
তার এই পোস্টকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে পদযাত্রার তারিখ, উদ্দেশ্য বা আয়োজক দল সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
সারজিস আলম এর আগে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখায় পরিচিত।