১০ মাসেই আওয়ামী লীগের ১৭ বছরের চেয়ে বেশি ক্ষতি করেছে সরকার: মীর নেওয়াজ

বর্তমান অন্তর্বর্তী সরকারের ১০ মাসেই দেশের ক্ষতির মাত্রা গত ১৭ বছরের আওয়ামী লীগ শাসনের চেয়েও বেশি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। একইসঙ্গে তিনি বর্তমান সরকারকে ‘জামায়াত ও ছাত্রদের সরকার’ বলেও আখ্যায়িত করেছেন।
গত বুধবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর আজিমপুরের ঐতিহ্যবাহী ছাপড়া মসজিদের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
মীর নেওয়াজ বলেন, “বিগত ১৭ বছরে দেশের যা ক্ষতি হয়েছিল, এই সরকার মাত্র ১০ মাসে তার চেয়েও বেশি ক্ষতি করেছে। দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে, সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। অথচ এ সরকারের প্রধান দায়িত্ব ছিল একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু জামায়াতে ইসলামি ও এনসিপির প্রভাবে আজ নির্বাচন নিয়ে নানা টালবাহানা চলছে। তারা জনগণের স্পন্দন বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।”
বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক হিসেবে উল্লেখ করে মীর নেওয়াজ বলেন, “তারেক রহমান দেশের গণতন্ত্রের প্রতীক। তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের প্রতিহত করতে হবে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মীর আশরাফ আলী, আনোয়ার পারভেজ বাদল, সাবেক কমিশনার আজম, গোলাম সারোয়ার শামীম, সায়েম হোসেন জাজ্জু, মাইজুদ্দিন মাইজু, ইকবাল হোসেন স্বপন, যুবাল ইউসুফ আলী, মোতাহার হোসেন বাবুল, মোরশেদুর রহমান জনি, আরমান হোসেন বাদল, আমিনুল ইসলাম স্বপনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।