টেলিটকের '৩৬ টাকার অফার': স্মরণে ৩৬ জুলাই, শ্রদ্ধায় এক বিশেষ সংযোগ

৩৬ জুলাই—এখন আর ক্যালেন্ডারের একটি কাল্পনিক বা অদ্ভুত তারিখ নয়। এটি হয়ে উঠেছে আত্মত্যাগ, সংহতি এবং সাহসিকতার প্রতীক। যে দিনটিতে ছাত্রসমাজ অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল, আর জনগণ গড়ে তুলেছিল দুর্নিবার প্রতিরোধের ঢেউ। সেই গৌরবময় আন্দোলনের স্মৃতি ধরে রাখতে ও নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে যুক্ত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টেলিটক বাংলাদেশ।
এই বিশেষ দিনকে কেন্দ্র করে টেলিটক চালু করেছে ‘৩৬ টাকার অফার’। অফারটি শুধুমাত্র একটি ডাটা বা মিনিট প্যাক নয়—এটি এক স্মারক, একটি শ্রদ্ধাঞ্জলি।
৩৬ টাকা রিচার্জে মিলবে:
১. ৫ জিবি ইন্টারনেট
২. ৩৬ মিনিট টকটাইম
৩. ৩৬টি এসএমএস
মেয়াদ: ৫ দিন
চালু সময়সীমা: ৫ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত
অ্যাক্টিভেশন পদ্ধতি:
সরাসরি ৩৬ টাকা রিচার্জ
অথবা ডায়াল করুন: 11136#
টেলিটকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “এই অফার কেবল একটি মোবাইল প্যাকেজ নয়—এটি আমাদের তরফ থেকে ৩৬ জুলাইয়ের আত্মত্যাগকে সম্মান জানানোর একটি ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই, এই স্মৃতি যেন প্রজন্মান্তরে বেঁচে থাকে, প্রযুক্তির মাধ্যমেও।”
জাতীয় স্মৃতিচারণা ও কর্পোরেট উদ্যোগের এমন সম্মিলন আগে দেখা যায়নি বললেই চলে। টেলিটকের এই উদ্যোগ প্রযুক্তি ও ইতিহাসকে এক সুতোয় বেঁধেছে, যেখানে ডিজিটাল কানেক্টিভিটিই হয়ে উঠছে ইতিহাসের ধারক ও বাহক।