জুলাই গণঅভ্যুত্থান স্মরণে 'জুলাইয়ের গল্প বলা' অনুষ্ঠানের আয়োজন

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আয়োজিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। এর অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিত হবে ‘জুলাইয়ের গল্প বলা’ শিরোনামে একটি অনুষ্ঠান, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জুলাই যোদ্ধারা অংশ নেবেন।
সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, ‘জুলাই পুনর্জাগরণ’ উদ্যোগের আওতায় এই আয়োজনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা শোনানো হবে। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ওইদিন আহতদের বর্ণনায় অনুষ্ঠিত হবে ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠান।
‘টিচার্স ইন জুলাই’ ও ‘আবরার ফাহাদ’ চলচ্চিত্র দুটি দেশের সব বিশ্ববিদ্যালয়ে প্রদর্শন করা হবে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক প্রচার পরিকল্পনার কথা জানানো হয়েছে।
এই উপলক্ষে একটি স্মরণমূলক ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক থাকবে ‘শিকল-পরা ছল’। এ ছাড়া ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির চতুর্থ পর্ব এবং একজন জুলাইযোদ্ধার স্মৃতিচারণভিত্তিক ভিডিওও প্রচার করা হবে।
সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে। পাশাপাশি দেশের সব মোবাইল গ্রাহকের কাছে স্মরণ ভিডিওটির ইউআরএল পাঠানো হবে বলেও জানানো হয়েছে।
এই আয়োজনে অংশ নেওয়ার মধ্য দিয়ে শিক্ষাঙ্গনে জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আশা করা হচ্ছে।