‘জুলাই স্মরণ’-এর প্রশংসা ফারুকীর: "আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকবে না"

‘জুলাই স্মরণ’ কর্মসূচিকে উঁচু মানের আয়োজন হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, "আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না।"
মঙ্গলবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ফারুকী এসব মন্তব্য করেন।
তিনি লেখেন, “শহীদ মিনারে গতরাতের আয়োজনের মাধ্যমে ‘জুলাই স্মরণ’ যেভাবে শুরু হয়েছে, তা ছিল অত্যন্ত উঁচু মানের। বিএনপির চিন্তাশীল নেতারা গতরাতে শহীদ মিনারে যে অনন্য উদ্যোগ নিয়েছেন, তার জন্য তাদের একটা বড় অভিবাদন প্রাপ্য।”
ফারুকী আশা প্রকাশ করেন, জাতীয় স্মরণপঞ্জি হিসেবে জুলাই মাসের স্মৃতি ভবিষ্যত পথ নির্ধারণে দিকনির্দেশনা দেবে। তিনি বলেন,
“জুলাইয়ের স্মৃতি যেন আমাদের পথ দেখায় এবং গত জুলাইয়ের মতোই সবাইকে একত্রিত করে।”
তিনি সব অংশীদারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“শুধু জাতীয় পর্যায়ের কর্মসূচিতেই নয়, বরং অন্যান্য আয়োজকদের উদ্যোগেও সক্রিয়ভাবে অংশ নিন।”
সংগীত নিয়েও আলাদা মন্তব্য:
পোস্টে সংগীতের বিষয়েও আলাদা করে প্রশংসা করেন ফারুকী।
তিনি লেখেন: “ধন্যবাদ দ্য রেড জুলাইকে, আমাদের প্রিয় ‘জুলাই’ গানটি ভিডিওতে ব্যবহারের জন্য। গত জুলাইয়ে গানটি নতুন এক তাৎপর্য পেয়েছে। আর অর্ক মুখার্জীর গাওয়া সংস্করণটি একেবারেই অসাধারণ।”