সংসদীয় সীমানা নির্ধারণে ইসির কারিগরি কমিটি গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে একটি বিশেষায়িত কারিগরি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গত বুধবার (১৬ জুলাই) ইসির উপসচিব (সংস্থাপন) মো. শাহ আলমের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে নির্বাচন কমিশনের সিস্টেমস ম্যানেজার (আইসিটি) মো. রফিকুল হককে। সদস্য সচিব হিসেবে রয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব (নিবন্ধন সহায়তা-১) মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বিশেষায়িত এই কমিটির বাকি সদস্যরা হলেন:
ভূগোলবিদ মো. মোস্তাফিজুর রহমান
মানচিত্রকর কে. এইচ. রাজিমুল করিম
তথ্যপ্রযুক্তিবিদ মোশিউর রহমান রিমু
নগর পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ
পরিসংখ্যানবিদ হিফজুর রহমান
কারিগরি কমিটির দায়িত্ব ও কার্যপরিধি অনুযায়ী, তারা দেশের ৩০০টি সংসদীয় আসনের নতুন সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রস্তাব বা প্রতিবেদন প্রণয়ন করবে।
এ প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে গঠিত মূল সীমানা নির্ধারণ কমিটির কাছে জমা দিতে হবে।
