গোপালগঞ্জে যারা অন্যায় করেছে, কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জের সহিংস ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ঘটনায় যারা অন্যায় করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য থাকলেও হামলার মাত্রা এত ব্যাপক হবে—এটি গোয়েন্দারা আগে থেকে অনুমান করতে পারেনি বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন পক্ষ বিভিন্ন মন্তব্য করতেই পারে। তবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে।
পরবর্তী করণীয় সম্পর্কে তিনি বলেন, স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরাবৃত্তি না হয়, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।