ইসি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে নৌকা প্রতীক

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা সরিয়ে ফেলা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামের পাশে আর নৌকা প্রতীকটি দেখা যায়নি।
ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজমেন্ট বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রতীকটি অপসারণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আওয়ামী লীগের প্রতীককে শিডিউলভুক্ত করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের প্রতীককে ফের তালিকাভুক্ত করার পেছনে বিশেষ উদ্দেশ্য থাকতে পারে।
পূর্ববর্তী প্রেক্ষাপটে দেখা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র ও সাধারণ জনগণের অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পদত্যাগে বাধ্য হয়। এরপর চলতি বছরের ১২ মে অন্তর্বর্তী সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।
একইসঙ্গে নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করে এবং দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত সংগঠনের সকল কর্মকাণ্ড স্থগিত রাখার নির্দেশ দেয়।
নির্বাচনী ব্যবস্থায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের প্রতীক সংরক্ষণ বা পুনরায় তালিকাভুক্তির যেকোনো প্রচেষ্টা রাজনৈতিক মহলে বিতর্ক ও প্রশ্নের জন্ম দিয়েছে। তবে নির্বাচন কমিশনের সর্বশেষ পদক্ষেপে এ বিতর্কের একটি প্রশাসনিক জবাব উঠে এসেছে।