ইন্টারনেটের গতি বাড়ানো ও দাম কমাতে কাজ চলছে: প্রধান উপদেষ্টার কার্যালয়

ইন্টারনেটের গতি বাড়ানো এবং খরচ কমানোর লক্ষ্যে কাজ করছে সরকার। একইসঙ্গে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতি এবং টেলিযোগাযোগ নীতিমালায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে রাজধানীতে আয়োজিত ‘বায়োটিক ইলেকট্রনিক্স, এআই অ্যান্ড রোবোটিকস সামিট’-এ এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি জানান, জাতীয় এআই পলিসি ও ডেটা গভর্নেন্স অ্যাক্ট প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত আইনের আধুনিকায়ন ও যুগোপযোগীকরণ প্রক্রিয়াও চলমান।
সরকারের লক্ষ্য, ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও কার্যকর করা এবং সার্বজনীন ডিজিটাল কাঠামো তৈরির মাধ্যমে নাগরিকসেবায় গতিশীলতা আনা। এ লক্ষ্যে জাতীয় এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) হাব তৈরি এবং সরকারি ক্লাউড সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, বর্তমানে অনেকে সরকারি অফিসে অনলাইনে আবেদন করে ডাউনলোড কপি সংগ্রহ করছেন—এটি প্রকৃত অর্থে ডিজিটালাইজেশন নয়। প্রকৃত ডিজিটাল রূপান্তরের জন্য প্রক্রিয়াগত সংস্কার প্রয়োজন।
এছাড়া সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের ফ্রন্ট ডেস্ক কার্যক্রম আরও সক্রিয় ও জনবান্ধব করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই উদ্যোগগুলো অন্তর্বর্তী সরকার শুরু করেছে। ভবিষ্যত সরকার এসব কার্যক্রমকে আরও এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।