বিএনপির বিরুদ্ধে অপপ্রচার-ষড়যন্ত্র হাওয়ায় মিলিয়ে গেছে: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার বাচ্চাদের ব্যবহার করে মব জাস্টিসের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং এর দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা থেকে সুশাসনের যে ধারাবাহিকতা শুরু হয়েছিল, তা এখনো মানুষের মুখে মুখে। মানুষ তখন নিরাপদে দরজা খুলে ঘুমাতে পারতো, কথা বলার স্বাধীনতা ছিল।
সোমবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় জেলা বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, অতীতে বিএনপিকে নিয়ে যত অপপ্রচার ও ষড়যন্ত্র হয়েছে, সবই হাওয়ায় মিলিয়ে গেছে। কারণ বিএনপি একটি গণমুখী দল। আজকের আওয়ামী লীগ সরকার একটি পরীক্ষিত ফ্যাসিস্ট সরকার। ইসলাম ধর্মের নামে যারা লেবাসধারী দল, তারা আসলে কোন ইসলামের কথা বলে? সংবিধানে 'বিসমিল্লাহির রহমানির রাহিম' ও আল্লাহর ওপর আস্থা অন্তর্ভুক্ত করেছিলেন শহীদ জিয়াউর রহমান। ২৪ তারিখে যারা শহীদ হয়েছিল, সেই আন্দোলনে বিএনপি ও তারেক রহমানের ভূমিকা ছিল অপরিসীম।
দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যদি কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তবে তাকেও দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তিনি আরও বলেন, ১৯ জুলাই আন্দোলনের কারণে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। আন্দোলনে বিএনপি ও ছাত্রদলের বহু নেতাকর্মী শহীদ হয়েছেন, সেই ত্যাগেই শেখ হাসিনার বিদায়ের পথ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাশির উদ্দিন বাচ্চু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব এবং সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।