ঝুঁকিপূর্ণ কসমেটিক সামগ্রী বন্ধে দ্রুত ব্যবস্থা নেবে ভোক্তা অধিদপ্তর: মহাপরিচালক আলিম আখতার খান

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান বলেছেন, যেকোনো কসমেটিক পণ্য যদি মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ প্রমাণিত হয়, ভোক্তা অধিদপ্তর তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। তিনি এই মন্তব্য করেন বৃহস্পতিবার ‘কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্পখাতের রপ্তানি সম্ভাবনা: ভেজাল ও নিম্নমানের পণ্য আর নয়’ শীর্ষক সেমিনারে।
আলিম আখতার খান বলেন, কসমেটিকস একটি সংবেদনশীল পণ্য হওয়ায় এর উৎপাদন ও বিপণনে যথাযথ সতর্কতা প্রয়োজন। ভোক্তাদের সুরক্ষায় তাদের অধিদপ্তর আইন অনুসারে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী, এফবিসিসিআইর সাবেক পরিচালক ইসহাকুল হোসেন সুইট, এবং কসমেটিকস শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন নেতারা।
অর্থনীতিবিদ ড. মাহবুব আলী আরও বলেন, দেশে অসাধু আমদানিকারকদের কারণে আমদানিকৃত পণ্যের দাম চরম বেড়ে যাচ্ছে, যা সরকারের রাজস্ব ও ভোক্তাদের ক্ষতির কারণ। তিনি দেশীয় শিল্প সুরক্ষায় আরও পদক্ষেপ নেওয়ার গুরুত্ব 강조 করেন।
ইসহাকুল হোসেন সুইট বলেন, মানহীন ও ভেজাল পণ্যের কারণে ভোক্তারা প্রতারিত হচ্ছেন, তাই স্থানীয় উৎপাদনকে নীতি সহযোগিতা দিয়ে মানসম্মত ও সুলভ পণ্য নিশ্চিত করতে হবে।