হোলি আর্টিজান হামলার বর্ষপূর্তিতে ডিএমপি কমিশনারের দাবি: বাংলাদেশে জঙ্গি নেই, ছিনতাইকারী আছে

রাজধানীর গুলশান-২ এর হোলি আর্টিজান রেস্তোরাঁয় ২০১৬ সালের ভয়াবহ জঙ্গি হামলার বর্ষপূর্তিতে বাংলাদেশে কোনো জঙ্গি নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বাংলাদেশে আছে ছিনতাইকারী।"
২০১৬ সালের এই দিনে ঘটে যাওয়া ওই হামলায় ২০ জন নিহত হন, যাদের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ছিলেন। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করেছিল।
ঢাকা পুলিশ মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানিয়েছেন, এ বছর কোনো বর্ষপূর্তির কর্মসূচি আয়োজন করা হয়নি।