গফরগাঁওয়ে ট্রেনের ৮ টিকিটসহ কালোবাজারি আটক

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৮ টিকিটসহ হৃদয় মিয়া (২৫) নামে এক ট্রেনের টিকেট কালোবাজারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা টিকেটগুলে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের। বুধবার (২ জুলাই) বেলা ১২ টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টারের সামনে থেকে হৃদয়কে আটক করা হয়। আটক হৃদয় ষোলহাসিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। গফরগাঁও জিআরপি ফাঁড়ির এসআই মো. গোলাম কিবরিয়া টিকেট কারোবাজারি হুদযকে আটকেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার বেলা ১২ টার দিকে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতির পূর্বে হৃদয় নামে এক টিােট কালোবাজারি কাউন্টারের সামনে প্রকাশ্যে টিকিট বিক্রির চেষ্টা করছিলেন। এমন খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ ও রেলওয়ের নিজস্ব নিরাপত্তা রক্ষী (আরএলবি) হৃদয়কে আটক করে। আটকের পর তা দেহ তল্লাশি করে হাওড় এক্সপ্রেস ট্রেনের ৮ টিকিট উদ্ধার করে।
এসআই মো. গোলাম কিবরিয়া বলেন, ৮টি টিকিট কালোবাজারি হৃদয়কে আটক করে ময়মনসিংহ জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে। এঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গফরগাঁওয়ে রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন বলেন, এই ছেলে কাউন্টারের সামনে প্রকাশ্যে টিকিট বিক্রির চেষ্টা করছিল। পরে খবর পেয়ে তাকে আটক করা হয়।