বাগেরহাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পারিবারিক কলহে আত্মহত্যার অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ জুলাই) বিকেলে সন্ন্যাসী বাজার সংলগ্ন আফজাল হোসেনের বাড়ির বাগান থেকে সঞ্জয় কর্মকার (২৮) নামের ওই যুবকের গলায় রশি দেওয়া মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার বানিয়াখালী গ্রামের নারায়ণ কর্মকারের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন সঞ্জয়। তার বড় ভাই নরেশ কর্মকার সন্ন্যাসী বাজারে ব্যবসা করায়, ভাইয়ের সঙ্গেই বাজারসংলগ্ন বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
নিহতের ভাই নরেশ কর্মকার বলেন, “স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শ্বশুরবাড়ির লোকজনের অব্যাহত মানসিক চাপেও সে বিষণ্নতায় ভুগছিল। সম্ভবত এই কারণেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।”
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবুর রহমান জানান, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।